
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া একদিন ওলামা দ্বীপ হিসেবে পরিচিতি লাভ করবে বলে মন্তব্য করেছেন উপজেলার সুনামধন্য ক্কারী হাফেজ ও মাওলানা আলহাজ্ব
ইলিয়াস সাহেব।
২৪ জানুয়ারী রোজ রোজ বুধবার বার সকাল ১১টার সময়
উপজেলার রহিম বক্স ফাটওয়ারী নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার নব পাঠদান অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে এই মন্তব্য করেন এই সুনামধন্য আলেমেদ্বীন ইলিয়াছ সাহেব।
এসময় তিনি আরও বলেন, হাতিয়ায় এই মুহুর্তে
১৪৭টি নূরানী ও ৬৭টি হেফজো মাদ্রাসা ও ১৮টি কওমী মাদ্রাসা রয়েছে।
এছাড়াও উপজেলার বুড়িরচর আহমদিয়া
আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ বলেন,উপজেলায় বর্তমানে দাখিল আলিম ফাজিল ও কামিল এমপিও ভুক্ত মাদ্রাসা রয়েছে ১৭টি এবং নন এমপিও ভুক্ত মাদ্রাসার সংখ্যা ১টি। তাছাড়া অনেক ইবতেদায়ি মাদ্রাসাও রয়েছে।
প্রতিবছর হাতিয়ার এইসব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বের হচ্ছে হাজার হাজার হাফেজ ও আলেম।
এসময় রহিম বক্স নূরানী তালিমুল কুরআন মাদরাসার নবপাঠদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ জহির উদ্দিন পাটওয়ারী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
মোঃ আব্দুল ওহাব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমার পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম জিহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য সাংবাদিক মোঃ ছাইফুল ইসলাম জিহাদ বলেন, ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। এসময় তিনি আরও বলেন, সমাজে সব ধরনের খারাপ কাজ তারাই
করে যাদের প্রকৃতার্থে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে। তাই সমাজের সকল লোকদের উচিত
আগামী প্রজন্মকে প্রাথমিক পর্যায়ে নূরানী
মাদ্রাসার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।
পরিশেষে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নবপাঠদান দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।