
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পটুয়াখালীতে অস্বচ্ছল সংস্কৃতি সেবীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২৩ জানুয়ারি মঙ্গলবার রাতে পটুয়াখালী জেলা শিল্প কলাএকাডেমী থেকে সম্বিলিত সাংস্কৃতিক জোট,
পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসন, পটুয়াখালী’র সহযোগিতায় সংস্কৃতি সেবীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় সম্বিলিত সাংস্কৃতিক জোটপ
পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যার্নাজী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোঃ নূর কুতুবুল আলম,
জেলা প্রশাসক, পটুয়াখালী। এ সময় অন্যান্যদের মধ্যে পটুয়াখালী পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহামুদ জাহিদ সিকদার সহ সম্মিলিত সাংস্কৃতিক জোট পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলে জানা যায়। প্রসঙ্গত: উপরোক্ত ছবি সংগৃহীত।