
ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে নারী ও শিশু নির্যাতন, প্রতিরোধ,যৌতুক, বাল্য বিবাহ, সন্ত্রাস জঙ্গিবাদ-মাদক প্রতিরোধ,সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা বিভিন্ন সচেতননা বিষয়ে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন ও হজ-যাকাত বিষয়ে ইমামদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান। এছাড়াও ঝালকাঠির চার উপজেলার আলেম-ওলামা ছাড়াও বিভিন্ন ইমামগণ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ মত বিনিময় সভার আয়োজন করে।