
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব( বাপসা) পটুয়াখালী জেলা কমিটির নির্বাচন-২০২৩ইং’র প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।
২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টার মধ্যে ৪ টি পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। উক্ত নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকারীগন হলেন, সভাপতি পদে- গোলাম কিবরিয়া ও যাদব কুমার দত্ত। সাধারণ সম্পাদক পদে -মোঃ আল মামুন মৃধা এবং মোঃ মিজানুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে- এস এম আবুল হাসনাত টিটু ও মোঃ রাকিব হোসেন এবং কোষাধ্যক্ষ পদে – প্রবির কুমার দেবনাথ ও মোঃ গোলাম কিবরিয়া ( মামুন) এবং মোঃ ফরিদ উদ্দিন।
এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন উক্ত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মরিচ বুনিয়া ইউপির সচিব মোঃ মিজানুর রহমান ও সদস্য আদাবাড়িয়া ইউপির সচিব মোঃ কাওসার আহমেদ, লতাচাপলী ইউপির সচিব মোঃ রাশেদ নিজাম,২ নং মির্জাগঞ্জ ইউপির সচিব পরান কুমার দত্ত, গোলখালী ইউপির সচিব মোঃ রমিজ উদ্দিন,গজালিয়া ইউপির সচিব মোঃ হুমায়ুন কবির, কাছিপাড়া ইউপির সচিব মোঃ সৈয়দ আবুল কালাম ও কালিকাপুর ইউপির সচিব মোঃ সোহাগ খান।
উক্ত নির্বাচনের মনোনয়ন পত্র বাছাই আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার প্রত্যহার ও প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি শুক্রবার এবং ভোট গ্রহন ১০ ফেব্রুয়ারী ইংরেজি তারিখ শনিবার। প্রসঙ্গত: উপরোক্ত প্রার্থীদের ছবি সংগৃহীত।