ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পেকুয়ায় সন্ত্রাসী হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র আরাফাত

কক্সবাজারের পেকুয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন।
(২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আরাফাত পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার পাড়া এলাকার মৃত হাবিবুল ইসলামের ছেলে।
এই ঘটনায় জড়িত উজানটিয়া ৮নং ওয়ার্ডের আবু ছিদ্দিকের ছেলে আবু হানিফ (২১), মৃত ছৈয়দ আহমদের ছেলে আবু ছিদ্দিক (৪৫), নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দীন (৩৫), চকরিয়া উপজেলার কোনাখালী ৬নং ওয়ার্ডের মরংঘোনা এলাকার মৃত রব্বত আলীর ছেলে রশিদ আহমদ (৫৫), একই এলাকার রশিদ আহমদের ছেলে সিফাত(২৩)সহ অজ্ঞাত ৪/৫জনের বিরুদ্ধে লিখিত পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টার দিকে আরাফাত হোসেন রুপালী বাজার এলাকায় গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা হাতুড়ি ও ভারী অস্ত্র দিয়ে শরীরে স্থানে মারাত্মক ভাবে জখম করে আহত করে। আশপাশে থাকা লোকজন এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করে।

আরাফাতে এক নিকট আত্মীয় বলেন, আবু ছিদ্দিক ও তাঁর লোকজন আরাফাতদের জায়গা জোরপূর্বক দখল করে আসছে। কারণ আরাফাতে পিতা নাই ও বড় কোন ভাই নাই। আরাফাতের উপর নৃশংস হামলা করেছে। হাট ভেঙেছে হাসপাতালে মৃত্যুর পরহ গুনছে। তাঁর মা ও ভাই বোনদের নিয়মিত প্রাণে মারার হুমকি দিচ্ছে।

এই বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন বলেন, আরাফাত নামে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর করেছে। তাঁর হাট ভেঙেছে, তাঁর অবস্থা খুবই ক্রিটিকাল ছিল। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
এই বিষয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ