
জামালপুরের মেলান্দহে ৫ মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে তাঁদের। অনাদায়ে আরও তিন দিন করে জেল।মঙ্গলবার(২৩জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর এর সহায়তায় মেলান্দহ পৌর শ্মশান ঘাট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। দণ্ডাদেশপ্রাপ্ত ৫ মাদকসেবী হলেন,
উপজেলার গোবিন্দপুর নাথপাড়া এলাকার পরেশ চন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণচন্দ্র ঘোষ (৩০), ভানুরাম বিশ্বাসের ছেলে শ্রী গনেশ চন্দ্র বিশ্বাস (৫২), হীরালাল দাসের ছেলে পরেশ চন্দ্র দাস (৪৬), মাহমুদপুর বাজারের নারায়ণ চন্দ্র দাসের ছেলে সুধাংশু বাবু (৩২) ও মুসলিম নগর এলাকার সুরুজ আলীর ছেলে মো. বিশু মিয়া (৫১)।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।