
ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে ২৫ জন শিশু প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ মঙ্গলবার বিকেল ৪টার দিকে ২৫ জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের অভিভাববকদের কাছে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন। এসব শিশুর বিদ্যালয়ে যাতায়তের সুবিধার্থে প্রতিবন্ধী বিষয়ক অধিদপ্তর বিনামূল্যে চেয়ারগুলো সরবরাহ করে।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি এ সময় উপস্থিত ছিলেন।