
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচ গাজী ইউনিয়নের নোয়াবশ গ্ৰামেএনডিপি কর্তৃক গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন কর্যক্রম নিজ অর্থায়নে করা হয় মর্মে এনডিপি সূত্রে জানানো হয়।
এবারের শীতে গরীব দুঃখীদের অতি কষ্টে থাকার জন্য এই ব্যাবস্থা করা হয় মর্মে এনডিপি কর্তৃক জানানো হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ বাতেন সরকার, চেয়ারম্যান পাঁচগাছি ইউপি, কুড়িগ্রাম সদর,জেএড,এম সিরাজুল ইসলাম জোনাল ম্যানেজার এনডিপি, রং পুর জোন, মোঃ আঃ ছালাম সরকার বিজনেস ডিভলপমেন্ট অফিসার এনডিপি আই’আর,এম,প্রজেক্ট, কুড়িগ্রাম ছারাও উপস্থিত ছিলেন পবিত্র কুমার সুত্রধর, মোঃ কবির হোসেন সরকার এবং মোঃ সেলীম রেজা সহ স্থানীয় অনেক জনসাধারণ।কম্বল বিতরণের জন্য এনডিপিকে সুধীমহল সহ অনেকে সাধুবাদ জানিয়েছে।