
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ বুধবার ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়ন ও গেরদা ইউনিয়নের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়েছে।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে শীতবস্ত্র বিতরণ করেন, ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় উপস্থিতদের মাঝে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের ভালবাসায় তাদের ভোটে পুনরায় নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের মধ্যে দিয়ে দেশের জনগনের ভাগ্য উন্নয়নের আরো একধাপ এগিয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের দল।জনগনের জীবন যখন
প্রকৃতিক ভাবে বিপর্যস্ত হয়ে পরে ঠিক তখনই
আওয়ামী লীগের নেত্রীবৃন্দের আবির্ভাব ঘটে।
এই তীব্র শীতে যখন সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যয়ের মধ্যে ঠিক তখনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনাদের সকল ধরনের আপদ বিপদে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ছিল এবং সর্বদা পাশে থাকবে।
উক্ত বিতরীন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জানাযায় ফরিদপুর সদর প্রতিটি ইউনিয়নে ১০০০ টি শীতবস্ত্র বিতরণ করা হবে।