
পঞ্চগড়ে মোঃ আবু তাহের (৩৩) নামের এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩- জানুয়ারি) ২০২৪ ইং তারিখে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোদ গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে মোঃ আবু তাহের। স্থানীয়রা জানান, আবু তাহের এর দুইটি শিশুসন্তান রয়েছে। এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম মোঃ জিম বয়স ৩ বছর ও মেয়ের নাম মোছাঃ তাহেরা বয়স ৬ বছর। মৃত আবু তাহের সকালে ঘুম থেকে উঠে বাড়িতে নাস্তা খাওয়ার পর স্থানীয় দোকান থেকে পান খেয়ে আবাদি জমির দিকে ঘুরতে যায়। পরবর্তীতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ৯.৫ মাইল নামক স্থানে পূর্বের পানি কম্পানি বর্তমান (বাংলা টি) এর পশ্চিম পাশে এবং মহাসড়ক থেকে সামান্য উত্তরে ফাঁকা মাঠে গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়।
পরবর্তীতে খেতের মাঝখানে গাছের ডালে ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা ছুটে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ প্রদীপ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায় নি।