
আমতলীতে সমলয় পদ্ধতিতে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমের আওতায় সমলয় পদ্ধিতে বোরো ধান চাষ রোপনের প্রদর্শনী মঙ্গলবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের মানিকঝুরি গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের
সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান
অতিথি বরগুনার জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথিতির বক্তব্য রাখেন বরগুনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, বরগুনার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) এসএম বদরুল আলম, অতিরিক্ত উপপরিচালক সিএম রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক মো. ইকবাল হোসেন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি ও আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি আমতলী সদর ইউনিয়নের কাবিখা গমের আওতায় ৫শ’ মিটার একটি মাটির রাস্তা নির্মান এবং আমতলী হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।