
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিক্রির সময় আরিফা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।সোমবার (২২ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর
ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরির্দশক (এসআই) আজিজার রহমান, সোমবার (২২ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর-শৌলা গ্রামের নিজ বাড়ি থেকে আরিফা বেগমকে
আটক করা হয়।তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন।
গ্রেফতারকৃত আরিফা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে
একটি মামলা করা হয়েছে। ।আরিফা দামোদরপুর-শৌলা গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। জব্দকৃত ফেন্সিডিলের স্থানীয় বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরো একজন পালিয়ে যায়। এজাহারসূত্রে জানা যায়, সোমবার বিকেলে পুলিশ জানতে পারে মাদক ব্যবসায়ী সাদেকুলের বাড়িতে জমজমাট মাদক বেচাকেনা চলছে। এমন খবরে উপ- পরির্দশক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল বাড়িটিতে উপস্থিত হয়। পরে পুলিশকে দেখে দৌঁড় দেয় এক ব্যক্তি। তখন বাড়ির ভিতরে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা আারিফা বেগম নামে এক নারীকে আটক করে পুলিশ। পরে নারী পুলিশ সদস্য বাগ তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।
ঘোড়াঘাট থানার ◌্অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নারী ও তার স্বামী সীমান্তর্বতী হিলি থেকে প্রতি সপ্তাহে ৫০ থেকে ৬০টি করে ফেন্সিডিল সংগ্রহ করে নিজ বাড়ি থেকেই বিক্রি করেন। আসামীকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।