
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা শহরের কুড়পার এলাকায় ট্রাফিক পুলিশের এস আই আকবরের সাথে সিএনজি ড্রাইভারদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এস আই আকবর ও সিএনজির ড্রাইভার মাহাবুব মিয়া, সোহেল মিয়া ও কাইয়ুম মিয়া নামে তিন চালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানাযায়,তিনটি সিএনজিকে মামলা দেওয়ার কারণে সোমবার বেলা সাড়ে ১১টায় সময় পৌর শহরের কুড়পার তেলের পাম্পের কাছে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতরা নেত্রকোনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসময় প্রায় শতাধিক সিএনজি চালক ঘটনাস্থলে বিক্ষোভ করেন।
খবর পেয়ে নেত্রকোনা সদর সার্কেল ও জেলা অটো টেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলরও নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাইভারদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ সময় কেন্দূয়া মদনসহ কয়েকটি উপজেলার যাত্রীদের যাওয়া আসার একমাত্র রাস্তাটি দুইপাশের যান চলাচল প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল। ফলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এই নিয়ে নেত্রকোনা জেলা অটো টেম্পু সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ বিল্লাল হোসেন বিল্লাল বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,ট্রাফিক পুলিশের এস আই আকবর আমাদের সিএনজির তিন ড্রাইভারকে বিনা কারণে পিটিয়ে আহত করেছে ও সকল ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।
এ ব্যপারে নেত্রকোনা সদর সার্কেল শাহ শিবলী সাদিক বলেন এখানে একটি ভুল বুঝাুুঝি হয়েছিল আমরা পরিস্থিতিি নয়ন্ত্রনে এনেছি। এখন সব কিছু স্বাভাবিক আছে।