ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু

চেয়ারম্যান’র মারধোরের প্রতিবাদে বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

এবার মারধরের মতো অপরাধে জড়িয়ে পড়েছেন বরগুনার বেতাগী উপজেলার ইমাম হাসান শিপন জোমাদ্দার নামে আরও এক জনপ্রতিনিধি। তিনি উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দুইবারের নির্বাচিত, চেয়ারম্যান ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর বাস টার্মিনালে ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে লোকজন নিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলার সব রুটে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে সমিতি।

সংগঠনটির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, ‘ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে ইমাম হাসান শিপন জোমাদ্দারের নেতৃত্বে স্ত্রী-সন্তানের সামনে ছগীরের ওপর হামলা করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, অফিস ভাঙচুর করে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এরকম পরিস্থিতির সম্মুখীন কখনও হইনি। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’ এই কর্মকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার রাতে বামনায় ভুল চিকিৎসায় সন্তানসহ প্রসূতির মৃত্যুর ঘটনার মামলায় ক্লিনিকের মালিক ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর এমন ঘটনায় জেলাজুড়েই আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগের বিষয়ে জানতে ইমাম হাসান শিপনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বরগুনা-বেতাগী রুটে নিয়মিত চলাচলকারী যাত্রী আব্দুর রহীম বলেন, ‘বরগুনায় চাকরি করি। কিন্তু বাসস্ট্যান্ডে আসার পর শুনি বাস চলাচল বন্ধ। এখন চরম বিপাকে পড়েছি, যেতে পারছি না।’ আসমা বেগম নামে অপর এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বরগুনায় যাওয়া দরকার। কিন্তু যেতে পারছি না। বাস বন্ধ। যদি আগে জানতাম, তাহলে বাড়ি থেকে রওনাই হতাম না। চরম ভোগান্তিতে পড়েছি।’

শেয়ার করুনঃ