
ডেস্ক রিপোর্ট :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে ‘নারী নেতৃত্ব হারাম’ বলে মন্তব্য করা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে চ্যানেল ২৪ নিউজ সূত্রে জানা গেছে। ঐ সূত্রে জানা যায়, সোমবার (২২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনারের নির্দেশে মোংলা উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।ওই আওয়ামী লীগ নেতার নাম মো. একরাম ইজারাদার। তিনি উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একরাম ২০২১ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
গত বছরের ৩০ ডিসেম্বর সুন্দরবন ইউনিয়নের মুসল্লীপাড়া নামক স্থানে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদারের (ঈগল) পক্ষে এক নির্বাচনী সভায় আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারের (নৌকা) বিরুদ্ধে কথা বলতে গিয়ে একরাম ওই মন্তব্য করেন। ইদ্রিস আলি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন নৌকা না পেয়ে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে (ঈগল প্রতীকে) নির্বাচনে অংশগ্রহণ করেন। সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকরাম ইজারাদার ঈগল প্রতীকের পথ সভায় বলেন, ‘আমরা গজবের ভেতর নিমজ্জিত আছি। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। জনমনে কোনো স্বস্তি নেই, শান্তি নেই; তার কারণ, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগের প্রার্থী) দুইবার (ভোট) দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছি। তাই আমাদের এখানে কোনো সুখ-শান্তি অবস্থান করে না। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বোঝেন কি? কিছুই বোঝেন না। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ নিয়ে চ্যানেল ২৪ ও সংবাদ প্রকাশ করে। ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একাধিকবার বিভিন্ন ইউনিয়নে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্যের ২৩ দিন পর মোংলা থানায় মামলা দায়ের করা হলো।
মামলার এজাহার উল্লেখ করা হয়েছে গণপ্রতিনিধিত্ব ১৯৭২, অনুচ্ছেদ ৭৩ ততসহ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮এর ২০১৮ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবমাননাকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করে আচরণবিধি লঙ্ঘন অপরাধ করা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশ প্রাপ্ত হয়ে আওয়ামী লীগের ওই নেতা ও নৌকা প্রতীক নিয়ে সুন্দরবন ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান মো. ইকরাম ইজারাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।