ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পাবনায় আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য আটক, ১৩টি মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট :

পাবনা: পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৩টি চোরাই মোটর সাইকেল।

সোমবার(২২জানুয়ারি) দুপুরে অভিযানের বিষয় নিয়ে পাবনা সদর থানায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য জানান, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। এসময় পাবনা সদর থানার দায়িত্বরত সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

আটকৃকতরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।

পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে ও দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ।

এ সময় দুইজনের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ২২ জানুয়ারি সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানের বিষয়ে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, চোরাই মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটকসহ তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। চোরাই মালামালসহ চোর চক্রের সদস্যদের বেশ কিছু সদস্যদের আটক করা হয়েছে। এরা পরিকল্পিত ভাবে শহরের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে থাকে। অভিযোগের আলোকে তাদের ধরতে আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। সবাইকে আইনগত ভাবে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে বাংলা নিউজ ২৪ সূত্রে জানা গেছে।  অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ