প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ
SSF ভলিবল টুর্নামেন্টের উদ্ভোধন

টাঙ্গাইলের সখীপুরে SSF ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্ভোধন হয়েছে। সখীপুর স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে আজ ২২শে জানুয়ারি (সোমবার) বিকেল ৪ ঘটিকায় সখীপুর উপজেলা মাঠে উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া ইউনিয়নের বাঘবেড় দল কাকড়াজান ইউনিয়নের হাজী ইন্নছ নগর সৌরশক্তি ক্লাবকে (৮০-৬৫) হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
উদ্ভোধনী খেলায় সখীপুর স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি টাইগার নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ।
এছাড়া সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ইয়ারুম তালুকদার, সখীপুর স্পোর্টস ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম বাদল, মঞ্জুরুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক মোঃ লিটন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ আসিবুল হক সজীব, প্রচার সম্পাদক হানিফ শিকদার, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ইমন সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.