প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ
আলীকদম রেপারপাড়ায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজার মেশিন জব্দ

বান্দরবান আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার সংলগ্ন মাতামুহুরি নদীতে অবৈধ বালু উত্তোলন সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।
আজ ২২ জানুয়ারি ২০২৪ই দুপুর ২ ঘটিকার সময় আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড় রেপার পাড়া বাজার সংলগ্ন মাতামুহুরি নদীতে বালু উত্তোলনের সময় খবর পেয়ে আলীকদম উপজেলা এসিল্যান্ড (ভুমি) কর্মকর্তা জনাব মোঃ জিল্লুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযান টের পেয়ে ড্রেজার মেশিন পরিচালনাকারী আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এই স্থান থেকে বালু উত্তোলনে একটি ড্রেজার মেশিনসহ বেশকিছু পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সেখান থেকে উপজেলা নিয়ে যাওয়া হয়।
এরপর উপজেলা পরিষদের সামনে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত সম্পূর্ণ মালামাল ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.