
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে।
গত শনিবার ও রবিবার পৃথক দুটি ঘটনায় উপজেলার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোছাঃ নুরজাহান বেগম ( ৬১ ), মোছাঃ ফুলেরা পারভীন ( ২৫ ), লিটন(৩০), রবিউল(৩৫) সায়েদুজ্জামান (৬৫)।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ ও ইসলামপুর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।
অভিযুক্তরা হলেন- মোঃ লোকমান হোসেন ( ৫২ ) মেঃ বিল্লাল হোসেন ( ৫০ ) মোঃ শাকিরুল ( ২১ ) মোঃ জাকিরুল ( ১৯ ) আব্বাস আলী ( ৪৫ ) মোঃ আঃ রাজ্জার ( ৫৫ ) মোঃ লেবু আকন্দ ( ৪৯ ) মোঃ মকবুল হোসেন ( ৫৭ ) মোঃ গোলাম রব্বানী ওরফে খোকন ( ৪৩) মোঃ হিজল আকন্দ ( ৬২ ) মোছাঃ সাবানা ( ৪৫ ) মোছাঃ ফরিদা বেগম ( ৪০ ) মোছাঃ ছালেহা বেগম ( ৪৫ ) মোছাঃ শিল্পী বেগম ( ৪৫ ) মোছাঃ হাজনা বেগম ( ৪০ )
আহত মোছাঃ নুরজাহান বেগম বলেন- দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার একদিন পূর্বে আমাদের বাড়ির পুরুষ লোকদের মারধর কর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এ সুযোগে অভিযুক্তরা বাড়িতে এসে আমাকে মারধর করে। গলায় থাকা স্বর্নের চেইন খুলে নেন। আমাকে রক্ষার জন্য আমার মেয়ে আগাইয়া আসলে তাকেও মারধর করে।স্থানীয় লোকজন আসিয়া আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য বাড়িতে গেলে পাওয়া যায়নি।