
রাজশাহীর তানোর ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের মাঝে গরু ও ছাগল তুলে দেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী পক্ষে এসব গরু ও ছাগল বিতরণ করা হয়।