
জানা গেছে, পটুয়াখালী পৌরসভার পশ্চিম টাউন জৈনকাঠীতে কমিউনিটি ভিত্তিক সঞ্চয় ও ঋনদান (সিডিসি) এর সদস্যদের জমানো সঞ্চয় জনগণের হাতে তুলে দিলেন (সিডিসি-)এর ওয়ার্ড সভাপতি ও পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর নিজামুল হক (নিজাম)।
২২জানুয়ারি সোমবার বিকেল ৩ টার সময় উক্ত পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম টাউন জৈনকাঠীতে ১২ দলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় ১০ দলের মোট ১৯৩ জন সদস্যের জমানো সঞ্চয় ২ লক্ষ ৪১ হাজার ৮৮০ টাকা সদস্যদের প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন (সিডিসি) এর প্রজেক্ট ম্যানেজার মহসিন, সি,এফ শিউলি, সি,এফ সিনিগ্ধা, এ,সি,এফ বেবী, ক্যাশিয়ার মাহফুজা আক্তার, ১৯৩ জন নারী দলের সভাপতি শাহাজাদা রুমি সহ এলাকার সচেতন নাগরিক মহলের গনমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দরা। জমানো সঞ্চয় টাকা হাতে পেয়ে কাউন্সিলর নিজামুল হক নিজামকে আন্তরিক ধন্যবাদ জানান সিডিসি-এর সকল সদস্যরা। সচ্ছতার সাথে দায়িত্ব পালন করায় (সিডিসি) এর পক্ষ থেকে প্রশংসা কুরিয়েছেন কাউন্সিলর নিজামুল হক নিজাম।
আরও জানা গেছে,
সিডিসি মাত্র ২০ টাকা সঞ্চয় জমা নিয়ে যাত্রা শুরু করে। পাঁচ বছরের ৪ বছর ৬ মাসে তাদের সফলতা ব্যাপক। সিডিসি-এর আওতায় রাস্তাঘাট নির্মান, টিউবওয়েল, শিক্ষা ভাতা, ব্যাবসায়ী ভাতা, পুষ্টি সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে সদস্যরা। সাড়ে চার বছরে মোট ৬২ লক্ষাধিক টাকার বরাদ্দ দিয়েছে (সিডিসি)। বর্তমানে (সিডিসি) সরকারি রেজিস্ট্রার ভুক্ত হয়েছে। আগামীতে সদস্যদের সুবিধার্থে নানান কর্মসূচি থাকবে এবং প্রত্যেক সদস্যকে আর্থিক সহায়তা প্রদানের আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করবে (সিবিসি).
সিডিসি-এর সদস্যরা বলেন, আজ কাউন্সিলর নিজামুল হক নিজাম এর জন্য আমরা ১ নং ওয়ার্ডবাসী ধন্য। তাকে আমরা বিশ্বাস করি সে কখনো আমাদের বিশ্বাসের অমর্যাদা করেনি। আজ (সিডিসি) এর যত সুবিধা রাস্তা ঘাট নির্মাণ, টিউবটা সহ বিভিন্ন আর্থিক ভাতা ও সঞ্চয় টাকা হাতে পাওয়ার একমাত্র মাধ্যম কাউন্সিলর নিজামুল হক নিজাম, তাঁর জন্য সব সময় দোয়া ও শুভকামনা রইলো।
এ সময় কাউন্সিলর নিজামুল হক নিজাম সকল জনগণের সার্থে আগামীতে আরও ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়ে গণমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, জনগন তাকে বিশ্বাস করে তাদের কষ্টের অর্জিত টাকা (সিডিসি) এর কাছে জমা রেখেছে আজ সকলের খুশি আর তাদের কষ্টের অর্জিত সঞ্চয় টাকা তাদের হাতে তুলে দিতে পেরেছি এতেই তিনি নিজেকে গর্বিত মনে করি। জনগন তাদের মুল্যবান ভোটে আমাকে দুইবার কাউন্সিলর হওয়ার সুযোগ করে দিয়েছেন।
আমি আমার সাধ্যমতো সেবা ও উন্নয়ন মুলক কাজ করেছি।আগামী ৯’মার্চ পটুয়াখালী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তাই জনগন যদি আমাকে চায় আমি নির্বাচন করবো তাদের যাকে ভালো লাগে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগনের রায় আমি মাথা পেতে মেনে নিবো।
এসময় তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল কানাকানি করছে জনগণের জমানো সঞ্চয় টাকা নিয়ে আজ তাদের মুখে চুনকালি পরলো। আমি কারো সমালোচনা করবোনা পারলে জনগনের সেবার সার্থে আগামীতে আরও উন্নয়ন মুলক কাজ করে যাবো এটাই আমার নির্বাচনী একমাত্র প্রতিশ্রুতি।