প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
কুড়িগ্রাম ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গত (২১ জানুয়ারি) সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ধরলা ব্রিজ-২ চেকপোস্ট থেকে ১৮০ পিস ইয়াবা পরিবহনের সময় লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ লাভলু হোসেন (১৯), শিবরাম গ্রামের মোঃ রাজু মিয়া (৪০) এবং মোঃ রেজাউল করিম রাজু (৩৮) দেরকে হাতেনাতে গ্রেফতার করে এবং এসময় মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ করে ফুলবাড়ী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.