
দিনাজপুর জেলার বিরামপুরে চটের বস্তা ব্যবহার না করাই মোস্তফা রাইচ মিল ও এফ এম রাইচ মিল নামের দুই মিল মালিক এর জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে বিরামপুর পৌরশহরের কলাবাগান ও স্টার সিনেমা হল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় বিরামপুর মোস্তফা রাইচ মিলকে ১০ হাজার, এফ এম রাইচ মিলকে ১০ হাজার এবং নতুন বাজার এক চালের আড়তদারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, উপজেলার কয়েকটি রাইচ মিলে অভিযান চালানো হয়। এসময় মিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় তাঁদের এ জরিমানা করা হয়।