ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে পুলিশের মাসিক সভায়,গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২২ জনকে পুরস্কৃত

রবিবার ( ২১ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিক সেবাকে আরো ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামে সভাপতিত্বে কুড়িগ্রাম পুলিশ লাইন্স ফোর্সেস মেসে সকালে “মাসিক কল্যাণ সভা” এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে “মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ডিসেম্বর/২০২৩ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন। শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নাগেশ্বরী সার্কেলে কর্মরত সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সুমন রেজা। শ্রেষ্ঠ থানা হিসেবে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মর্তুজা, শ্রেষ্ঠ এসআই হিসেবে নাগেশ্বরী থানার অলকান্ত রায়। শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুড়িগ্রাম থানার মো. শাহিনুর রহমান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে উলিপুর থানার এএসআই (নি.) মো. আরিফুল ইসলাম, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে রিজার্ভ অফিসে কর্মরত সাধন কুমার রায়, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে নাগেশ্বরী থানার মোছা. নীলুফা আক্তার, বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলেন- কুড়িগ্রাম থানার এসআই (নি.) মো. রাসেল মাহমুদ, এএসআই (নি.) মো. আরিফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নি.) মো. আবু ঈসা, নাগেশ্বরী থানার এসআই (নি.) মো. আবু শাহীন, সদর ট্রাফিকে কর্মরত সার্জেন্ট/ ভিকটর দেবনাথ, উলিপুর থানার এসআই (নি.) মো. আতিকুজ্জামান ও এসআই (নি.) মিজানুর রহমান, নাগেশ্বরী থানার এসআই (নি.) তাওহীদুর রহমান, পুলিশ লাইন্সে কর্মরত এএসআই (স.) মোছা: তানিয়া খাতুন এবং এএসআই (স.) শ্রী অবিনাশ রায়, সদর কোর্টে কর্মরতা কনস্টেবল মো. মিলন আকন্দ, জেলা বিশেষ শাখায় কর্মরত কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন, কচাকাটা থানার কনস্টেবল মো. সাইফুল ইসলাম।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরণা ও নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে. এম. ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ