
ডেস্ক রিপোর্ট :
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
সভার শুরুতে বিগত মাসের ( ডিসেম্বর-২০২৩) মাসের খাতওয়ারী অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিস্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার।
এছাড়াও প্রো-একটিভ পুলিশিংয়ের উপর গুরুত্বারোপ করে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, রি-রোল ইস্যু, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন তিনি।
সভায় উপ-কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের, বিএম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সিআইডি প্রতিনিধি, শের-ই বাংলা মেডিকেল প্রতিনিধি, র্যাব-৮ প্রতিনিধি, পিবিআই, টুরিস্ট পুলিশ, এপিবিএন ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।