
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত ওই নারী উপজেলার মহিষবাথান এলাকার রহমত উল্লাহর স্ত্রী নাসরিন বেগম (৩৫)।।
অভিযুক্তরা হলেন একই এলাকার রফিকুল ইসলাম আবলু (৬০)ও রাশেদুল হাসান লাজু(৩৮)।
জানা যায়,কডুইচূড়া মৌজার বিআরএস ২০০৫ নং
২১ শতাংশ জমি ক্রয় করেন আহত ওই নারীর পরিবারের সদস্যরা। এরপর থেকে বিবাদীদের সাথে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকাল ৯ টার দিকে নালিশী জমিতে অভিযোক্তরা জোরপূর্বক দখল করতে আসে।এ সময় বাধা দিতে গেলে মারধর করে।মারধরের শিকার হয়ে নাসরিন বেগম অচেতন হয়ে পড়েন।আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে করেন।
এবিষয়ে জানার জন্য অভিযুক্ত রফিকুল ইসলাম আবলু’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ২০০৫ নং দাগের আমার জায়গায় চাষাবাদের জন্য লাঙ্গল নিয়ে গেলে ওই মহিলা লাঙ্গলের সামনে গিয়ে বাঁধা দেয়। পরে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কোন ধরনের নির্যাতন করা হয়নি।আশে পাশের লোকজনের নিকট ঘটনা সম্পর্কে জানতে পারেন।