
ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এই আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট।
আজ বাংলাদেশে পা রেখেই দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তানি এই তারকা ব্যাটার। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এদিকে চোখের সমস্যার কারণে প্রথম ম্যাচ খেলেই রংপুর রাইডার্স থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন তিনি। ফলে আগামীকালের ম্যাচসহ অনির্দিষ্টকালের জন্য তাকে পাচ্ছে না রংপুর। বাবর যোগ দিলে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে দলটি।
বিপিএলে বাবর সবশেষ খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে। বিপিলের অষ্টম আসরে দলটির হয়ে মাঠ মাতিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এরপর অবশ্য সিলেটের মালিকানা বদল হয়ে ‘সিলেট স্ট্রাইকার্স’নামে খেলছে দলটি। এক আসর বিরতি দিয়ে আবারও বাংলাদেশে পা রাখলেন এই তারকা ক্রিকেটার।