
রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ।
রবিবার (২১ জানুয়ারি) বিকেলে লালবাগের আজিমপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম মো.ইউনুস (ট্রাক ড্রাইভার) ও সাজিব আহমেদ। এসময় তাদের হেফাজত থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) সকালে গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার হতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এনে বিক্রির জন্য লালবাগের আজিমপুর রোডের হোমটেক টাওয়ারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে আজিমপুরের এক মাদক কারবারির কাছে সরবরাহের উদ্দেশ্যে এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে।
ডিআই/এসকে