প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির বর্ষপূর্তি উদযাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২১ জানুয়ারি রোববার বেলা ১১টায় উল্লাপাড়া প্রতিনিধি আল-আমিনের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কল্যাণ ভৌমিক।
সভায় উপস্থিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের সিনিয়র নেতা নবী নেওয়াজ খান বিনু, উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ স্বপন, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চুসহ প্রমূখ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.