
ডেস্ক রিপোর্ট:
আমদানির মাধ্যমে বছরের প্রথম মাসের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশান, দীপিকা পাডুকোন, অনিল কাপুর অভিনীত ছবি ‘ফাইটার’।
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন বলেন, বলিউড ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেয়া হবে।
গেল বছরে একই প্রতিষ্ঠান থেকে আমদানির মাধ্যমে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’ মুক্তি দেয়া হয়েছিল। তবে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি ছাড়া অন্যগুলো সেভাবে ব্যবসা করতে পারেনি।
কিন্তু ‘পাঠান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ছবিগুলো মাল্টিপ্লেক্স কেন্দ্রিক থিয়েটারে মোটামুটি ব্যবসা করতে সক্ষম হয়। তবে সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে ব্যর্থ হয়। সবচেয়ে বেশি ব্যবসায়িক বিপর্যয় হয় সালমান খানের ‘কিসি কা ভাই কি জান’ এর।
এবার আসছে বলিউডের বিখ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’। ইতোমধ্যে ট্রেলার ও গান দিয়ে ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিটি নজড় কাড়তে সক্ষম হয়। এতে আরও অভিনয় করছেন অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে।
পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।
‘দরদ’ ছবির পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা থেকে ‘ফাইটার’ আমদানি করে মুক্তির অনুমতি পেয়েছি। দুই-একদিনের মধ্যে সেন্সরে জমা পড়বে ফাইটার। আশা করছি, বিশ্বব্যাপী একযোগে ‘ফাইটার’ বাংলাদেশের দর্শকরাও সিনেমা হলে উপভোগ করবেন।
‘ফাইটার’ আমদানি-তে বাংলাদেশে এলেও এর প্রেক্ষিতে রপ্তানিতে কোন ছবি ভারতে যাচ্ছে জানতে চাইলে অনন্য মামুন বলেন, অনেকগুলো ছবি রপ্তানির জন্য জমা দেয়া আছে। তবে বাংলাদেশের ঠিক কোন ছবিটি ভারতে যাচ্ছে আমার ঠিক জানা নাই।