ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট :

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) ব্যবস্থাপনায় রোববার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জিটিআইয়ের প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটির সমাপনী অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এবং রেজিস্ট্রার মো. অলিউল্লাহ। এছাড়াও বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ও বাকৃবির লাইব্রেরিয়ান খাইরুল ইসলাম নান্নু, বাকৃবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউছুব আলী মন্ডল এবং চীফ মেডিক্যাল অফিসার ডা. মো. সাইদুর রহমানসহ প্রশিক্ষণার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য থাকে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা। বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক এবং কর্মচারি নিয়ে গঠিত। সবার উদ্দেশ্য হলো কিভাবে একটি দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা যায়। দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার জন্যে দক্ষ শিক্ষক এবং কর্মচারিও প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা বৃদ্ধি করে নিজ নিজ কাজ সততার সাথে করে একটি দক্ষ জাতি গঠনে ভ‚মিকা রাখবেন। ব্যাক্তিগত স্বাস্থ্য, পরিবার এবং কর্মক্ষেত্র এই তিনটির সঠিক সমন্বয় ছাড়া কেউ নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারবে না। তাই আমাদের এই তিনটি বিষয়ে বিশেষ করে গুরুত্বারোপ করতে হবে।

শেয়ার করুনঃ