1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রিপল মার্ডার মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার: এক দিনের রিমান্ড মঞ্জুর ‎জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে রানার্সআপ মাভাবিপ্রবি দল, ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ আলোচিত সেই প্রধান শিক্ষকের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ প্রকাশের পর কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ জীবননগরের পেয়ারাতলায় সড়কে বেহাল দশা:চরম ভোগান্তিতে পথচারীরা অশ্রুসিক্ত নয়নে চির বিদায় শিশু ময়নাকে; জেলা বিএনপির অংশগ্রহণ উলিপুরে কদোয়ার চাষ কম খরচে দ্বিগুণ লাভে খুশি কৃষকেরা কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা সাংবাদিককের উপর হামলা-হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি বাসুপাড়া ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত

তানোরে গ্রামে গ্রামে বাড়ির পার্শ্বে প্রায় ৩৬ হাজার বস্তায় করা হচ্ছে ‘আদা চাষ’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৫ বার পঠিত

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ির পার্শ্বের ফাঁকা ও পরিত্যক্ত জায়গা ও পুকুর পাড়ে প্রায় ৩৬ হাজার বস্তায় করা হচ্ছে আদা চাষ। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় বস্তায় আদা চাষ বাড়ার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। কৃষি জমি ব্যবহার না করে,পুকুর পাড়ের খালি জায়গায় বস্তায় আদা চাষ করছেন রাজশাহীর তানোরের তরুণ উদ্যোক্তা একরামুল ও আব্দুল মালেক। পুকুরপাড়ের অব্যবহৃত জমিকে কাজে লাগিয়ে তাঁরা চাঁন্দুড়িয়া ইউনিয়নের শিলিমপুর গ্রামের পুকুর পাড়ে প্রায় ২ হাজার বস্তায় আদা চাষ করছেন। তারমত উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে বাড়ির পার্শ্বের জায়গায় আদা চাষ করছেন কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এবং স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিজুর রহমানের পরামর্শে তারা এই পদ্ধতিতে সফলতা পেয়েছেন। শুধু এ দুজন নন,তানোরের পরীক্ষা মূলক ভাবে এই প্রথম তানোরের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় বাণিজ্যিক ভাবে প্রায় ৩৬ হাজার ২শ’ ৫০ বস্তায় আদা চাষ করছেন চাষিরা। এর মধ্যে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নে ৭ হাজার ৫শ’ বস্তা, কলমা ইউনিয়নে ৪ হাজার ৮শ’ বস্তা, তালন্দ ইউনিয়ন ৫ হাজার ৫শ’ বস্তা,বাঁধাইড় ইউনিয়ন ২ হাজার ৫শ’ বস্তা,কামারগাঁ ইউনিয়নে ৪ হাজার ১শ’ বস্তা, পাঁচন্দর ইউনিয়নে ২ হাজার ৯শ’ ৫০ বস্তা ও সরনজাই ইউনিয়নে ৪ হাজার ২শ’ ৫০ বস্তায় আদা চাষ হয়েছে।

এছাড়াও তানোর পৌর এলাকায় ২ হাজার ৫০ বস্তায় এবং মুন্ডুমালা পৌর এলাকার ২ হাজার ৫শ’ ৭০ বস্তায় কৃষি সম্প্রসারণ তানোর উপজেলা কার্যালয়ের উদ্বুদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে বস্তায় আদা চাষ করেছেন কৃষকরা।
তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে পরীক্ষা মূলক ভাবে প্রায় ৩৬ হাজার ২শ’ ৫০ বস্তায় আদা চাষ করা হয়েছে। এ পদ্ধতিতে বস্তাপ্রতি গড়ে খরচ হয়েছে ৫০ টাকা। ফলন ভালো হলে প্রতি বস্তা থেকে দেড় কেজি থেকে ২ কেজি পর্যন্ত আদা পাওয়া যাবে। বস্তায় আদা চাষে পরিচর্যা বা পরিশ্রম হয়না এবং আর বস্তা পদ্ধতিতে আগাছাও জন্মাযনা। ফলে, কম খরচে ও বেশি লাভ হওয়ায় বস্তায় আদা চাষ বাড়ছে। বাড়ির আঙিনা, ছাদ কিংবা পুকুরপাড় যেকোনো জায়গা ব্যবহার করে এখন চাষ হচ্ছে আদা।

বাড়ির পার্শ্বে ও পুকুর পাড়সহ পরিত্যাক্ত জায়গায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে কেউ কেউ প্রতি বস্তায় ২শ’ টাকা থেকে ৩শ’ টাকা পর্যন্ত লাভ করছেন। কৃষি উদ্যোক্তা লিয়াকত আলী বলেন, এই পদ্ধতিতে বেশি পরিশ্রম লাগে না এবং কম জায়গায় চাষ করা সম্ভব। মাটি ও সার মিশিয়ে বস্তায় চারা রোপণ করলেই কয়েক মাসের মধ্যেই মিলছে ফলন। সম্প্রতি তাঁদের বস্তায় আদা চাষ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে ছালমা ও তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মদ। এব্যাপারে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, বস্তায় আদা চাষে কৃষকরা লাভবান হওয়ার বাড়ছে বস্তায় আদা চাষ এবং জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com