
ব্রাহ্মণবাড়িয়ায় কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল এলাকার মো. শান্ত মিয়া(২৪)।
রবিবার (২১ জানুয়ারি) বিকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে বাসের জন্য অপেক্ষামান এক যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই(নিঃ) মো. নিয়ামত সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের জন্য অপেক্ষামান যাত্রীকে আটক করেন। এই সময় তার কাছে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে