
হবিগঞ্জের মাধবপুরে প্রায় ১ মন গাঁজা সহ একজনকে গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (২০ জানয়ারী) রাত ৮ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান ও এস আই অনিক দেব এর নেতৃত্বে ৩৮ কেজি গাঁজা সহ ফারুক মিয়া নামে একজনকে গ্রেফতার করেন। ফারুক মিয়া শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা (গোয়াছনগর) গ্রামের সামছু মিয়ার ছেলে।ওসি মোঃ রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে ।