
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান’র বিরুদ্ধে থানায় জিডি হয়েছে।সুত্রে জানা গেছে, দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল কে ঠ্যাং উপরে উঠিয়ে পিটানোর হুমকির অভিযোগে তিনি ২০ জানুয়ারি শনিবার রাতে থানায় সাধারন ডায়েরি করেন। এ ব্যাপারে তার করা পটুয়াখালী সদর থানার জিডি নম্বর ১০৩৯ তারিখ ২০/০১/২০২৪।
এ বিষয়ে এ প্রতিবেদক মুঠোফোনে জানতে চাইলে পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, (বাদল ) আসলেই একটা খারাপ প্রকৃতির লোক। ওর জন্য পটুয়াখালীর ১৩ টি ব্রীজ বাতিল হয়েছে। ব্রিজগুলো হলে পটুয়াখালীর সৌন্দর্য আরো কতবাড়তো। এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারন ডায়রীর কথা স্বীকার করে বলেন এটি ( সাধারণ ডায়েরি ) আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন। করা হবে বলে জানান তিনি।প্রসঙ্গত: স্হানীয় দৈনিক পটুয়াখালী প্রতিদিন পত্রিকার প্রকাশক গোলাম সরোয়ার বাদল কর্তৃক পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এর বিরুদ্ধে করা থানার জিডিতে বিস্তারিত উল্লেখ করা আছে।