
পটুয়াখালী জজ কোর্ট ও ডিসি কোর্ট’র মাঝ খানের সড়কের পাশে একটি চায়ের দোকানের বেড়ায় শোভা পাচ্ছে একটি ব্যতিক্রম পৌর নির্বাচনী শুভেচ্ছা পোস্টার। উক্ত পোস্টারে যে লেখা গুলো রয়েছে তা নিম্নে তুলে ধরা হল “উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ”মায়মুনা আক্তার ০৭,০৮,০৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী’র পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পৌর নির্বাচনী শুভেচ্ছা প্রার্থীর সংক্ষিপ্ত পরিচয় ঃ
স্বামীঃ মোঃ এনামুল কবির, শ্বশুর ঃ আবুল বাশার মাদবর, সি,এ-টু ডিসি( অবসরপ্রাপ্ত) বাসাঃ বড় চৌরাস্তা, পটুয়াখালী।
সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।প্রচারেঃ ০৭,০৮,০৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।