
মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় নৃশংস ভাবে কুপিয়ে জিলান হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক অন্যতম প্রধান আসামী মিজু’কে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা হতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রোববার (২১জানুয়ারি) র্যাব-১০ এর অপ্স অফিসার উপপরিচালক আমিনুল ইসলাম এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানান।
ঘটনার বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় ভিকটিম হোসাইন মোহাম্মদ জিলান (২৩) তার পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিল। ঘটনার পূর্ব হতে ভিকটিমের পরিবারের সাথে আসামি আব্দুল্লাহ আল মিজুর (৩০) সাথে পূর্ব বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা ছিল। পূর্বের মামলার জের ধরে মিজুসহ অন্যান্য আসামিরা ভিকটিম ও তার পরিবারের উপর আক্রোশ্বানিত থাকে এবং ভিকটিমসহ তার পরিবারের লোকজনকে খুন করবে বলে হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২০২৩ সালের ৩ জুলাই ভিকটিম জিলান তার ছোট ভাইকে কুলাউড়া বাসস্ট্যান্ডে পৌছে দেয়ার জন্য রওনা করে। কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ বাজারস্থ আয়েশা টেলিকমের সামনে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে আসামি মিজুসহ আরো ১৩ থেকে ১৪ জন আসামি দলবদ্ধভাবে একত্রিত হয়ে ভিকটিম হোসেন মোহাম্মদ জিলানকে দা, চাপাতি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
ঘটনার একপর্যায়ে রাস্তার লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিম জিলানকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরবর্তীতে ৭ জুলাই রাতে ভিকটিম হোসাইন মোহাম্মদ জিলান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
তিনি বলেন, মৃত জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড় থানায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আব্দুল্লাহ আল মিজু সহ ৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী আব্দুল্লাহ আল মিজু’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২০ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধারা আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে জিলান হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত পলাতক আসামি আব্দুল্লাহ আল মিজু (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকাণ্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে