
ডেস্ক রিপোর্ট:
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার আলাদা চারটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন শুনানি আজ। রবিবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- সিএমএম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শুনানি হবে।
এর আগে গত বৃহস্পতিবার আটটি মামলায় জামিন শুনানির দিন ধার্য ছিল। সেদিন চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বাকী চার মামলার জামিন শুনানির তারিখ আজ নির্ধারণ করা হয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় করা মামলায় গত ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। ২৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ১০টি মামলা হয়।