ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
সেনা অভিযান:হাতবোমা ও দেশিও অস্ত্রসহ কব্জি কাটা গ্রুপের ৬ সদস্য গ্রেফতার
বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ,আটক ১
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ: ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৭২
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন

বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ: যেখান থেকে সরাসরি বানিজ্য মেলায় যাবে বাস

মু. রিয়াজুল ইসলাম লিটন, সিনিয়র রিপোর্টার 

⊲ এবছর বছরের মেলার প্রবেশমূল্য বেড়েছে।
⊲ ফার্মগেট থেকে বিশেষ বাস সার্ভিস থাকবে
⊲ বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের আদলে করা হয়েছে মেলার প্রবেশ পথ
⊲ প্রধান ফটকের দুই পাশে করা হয়েছে দেশের প্রায় সবগুলো বড় মেগা প্রকল্পের রেপলিকা।
⊲ পদ্মা সেতু থেকে শুরু করে, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, রূপপুর পারমাণবিক কেন্দ্র কিংবা মেট্রোরেল, সবই আছে বাণিজ্য মেলার গেটে।

আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮ তম আসর।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ১০টায় সকালে দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজনের উদ্বোধন করবেন। এরপর বিকেল থেকেই মেলা সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

যেহেতু রাত পোহালেই আয়োজনের শুরু, তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে জোরেশোরে। হাতুড়ির ঠকঠক শব্দ আর রঙ-তুলির আঁচড়ে সেজে উঠছে পুরো মেলা চত্ত্বর। কেউ কেউ আবার ব্যস্ত স্টলে পণ্যের পসরা সাজাতে।

বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের আদলে করা হয়েছে মেলার প্রবেশ পথ। শুধু তাই নয়, প্রধান ফটকের দুই পাশে করা হয়েছে দেশের প্রায় সবগুলো বড় মেগা প্রকল্পের রেপলিকা। পদ্মা সেতু থেকে শুরু করে, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, রূপপুর পারমাণবিক কেন্দ্র কিংবা মেট্রোরেল, সবই আছে বাণিজ্য মেলার গেটে। মেলায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ভেন্যুর মুখেই করা হয়েছে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির আদলে একটি স্থাপনা।মেলার ভিতরে মূল ভেন্যুতে প্রবেশ করার পর হঠাৎ করেই মনে হতে পারে এ যেন ধানমন্ডি-৩২ নম্বর। কারণ । মূলত: আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আকর্ষণীয় করতেই এ আয়োজন।

রীতি অনুযায়ী সাধারণত নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে এবার মেলা শুরু হচ্ছে ২১ জানুয়ারি থেকে। তাই প্রস্তুতি নিতে কিছুটা সময় বেশি পেয়েছেন মেলায় অংশগ্রহণকারীরা।

ইপিবি এবার মেলায় ৯ ক্যাটাগরিতে প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ৭২টি, ২৩০টি স্টল আর ৩০টি রেস্তোরাঁ’র জন্য স্থান বরাদ্দ দিয়েছে । যেখানে একেকটি প্যাভিলিয়ন পেতে ১১ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত গুণতে হয়েছে উদ্যোক্তা-ব্যবসায়ীদের। স্টলে ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা আর রেস্তোরাঁ নিতে গুণতে হয়েছে ৩ লাখ ৩০ হাজার থেকে ১৭ লাখ টাকা।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু শনিবার (২০ জানুয়ারি) সকালে মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে জানান, ‘এবারের আসরে ৬টি দেশের ১৬ থেকে ১৮টি বিদেশি স্টল অংশ নিচ্ছে। এছাড়া ইউটিলিটি সার্ভিস বুথের পাশাপাশি মেলায় থাকবে ৪টি ব্যাংকের একাধিক করে এটিএম বুথ।’

নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত কর্মী থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রেতারা যাতে কোনভাবে প্রতারিত না হন, প্রথম দিন থেকেই সে ব্যবস্থা নেয়া হবে।’

মেলার আশপাশের সড়ক যানজটমুক্ত করতে বিশেষ ব্যবস্থা রাখার পাশাপাশি এবার প্রথমবারের মতো ফার্মগেট থেকে বিশেষ বাস সার্ভিস থাকবে বলেও জানান তিনি।

প্রতি বছরের মত এবারও রাজধানী থেকে ১৬.৬ কিলোমিটার পূর্বে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত চলবে। সাধারণ দর্শনার্থীদের সুবিধার্থে ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বছর মেলায় বিদেশি কোম্পানির সংখ্যা কিছুটা কম হতে পারে। কারণ মেলার জন্য প্রস্তুতি নিতে তাদের খুব কম সময় দেওয়া হয়েছে। সাধারণত, সরকার মেলা শুরুর প্রায় তিন মাস আগে স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য নোটিশ দিয়ে থাকে। কিন্তু এবার তা দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে। সময় কম দেওয়া সত্ত্বেও মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতে এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

ইপিবি সূত্রে জানা গেছে, স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ হয়েছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আসন্ন মেলায় তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি-প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

২০২৩ সালে দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো।করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়। সবমিলিয়ে শেরেবাংলা নগরে ২৫ বার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসে। পরে চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী ভেন্যু গড়ে তোলা হয়। আগের তুলনায় এবছর বছরের মেলার প্রবেশমূল্য বেড়েছে। বড়দের জন্য ১০ টাকা বাড়িয়ে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা।

শেয়ার করুনঃ