
শনিবার বিকেলে নজরুল ইসলাম বাবু এমপিকে সংবর্ধনা দিয়েছে টেটিয়া-উলুকান্দা সমাজকল্যাণ পরিষদ।নারায়ণগঞ্জ-২ আসন থেকে নজরুল ইসলাম বাবু টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া পাওয়ার হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল ইসলাম বাবু এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিশনন্দী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইঁয়া,দুপ্তারা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: গোলাম মোস্তফা,সাবেক চেয়ারম্যান ইকবাল রহমান রিপন প্রমুখ।টেটিয়া-উলুকান্দা সমাজকল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জসীম উদ্দিন।