
টাঙ্গাইলের সখীপুরে সাবেক ৪ বারের সংসদ সদস্য প্রয়াত নেতা শওকত মোমেন শাহজাহান এর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গণে শওকত মোমেন শাহজাহান এর কবরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়।
সকাল ১১:০১ মিনিটে শওকত মোমেন শাহজাহান এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শওকত মোমেন শাহজাহান এর সুযোগ্য সন্তান, বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় ও তার পরিবারের সদস্যগণ। এরপর সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সখীপুর আবাসিক মহিলা কলেজ, পি এম পাইলট স্কুল এন্ড কলেজ, পি এম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার এর সভাপতিত্বে এবং সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যাপক আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার হোসেন পাটওয়ারী, মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মুক্তিযোদ্ধা এম ও গণি, মুক্তিযোদ্ধা শেখ হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস সিকদার, শওকত মোমেন শাহজাহান এর চাচা মকবুল হোসেন তালুকদার খোকা, কৃষি ব্যাংকের গভর্নর শওকত আলী, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ সহ অনেক গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আপামর সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে শওকত মোমেন শাহজাহান এর স্মৃতিচারণ ও সখীপুরের উন্নয়নে তার অবদান উল্লেখ করে বক্তব্য রাখেন বক্তারা। আলোচনা অনুষ্ঠান শেষে প্রায় ১০ হাজার লোকের জন্য গণভোজের আয়োজন করা হয়।
উল্লেখ্য শওকত মোমেন শাহজাহান বাসাইল-সখীপুর আসনের চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন। সখীপুর-বাসাইলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জমিদাতা। একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, কবি ও তিলোত্তমা সখীপুরের স্বপ্নদ্রষ্টা। তিনি ২০১৪ সালের ২০ জানুয়ারি পরলোক গমন করেন।