
“ধর্ম যার যার,উৎসব সবার”এপ্রতিপাদ্য কে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবে অসহায়ও দুঃস্থদের মাঝে পটুয়াখালীতে বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানঐক্য পরিষদ,পটুয়াখালী পৌর শাখার আয়োজনে ২১ অক্টোবর শনিবার বিকাল ৪টার সময় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার পাষাণময়ী কালী মাতা মন্দির এর সামনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানঐক্য পরিষদ,পটুয়াখালী পৌর শাখার সভাপতি চিন্ময় বণিকসহ-সভাপতি পরিমল.কর্মকার,সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার,সাংগঠনিক সম্পাদক নেপাল দাস ও এ ঐক্য পরিষদের পটুয়াখালী পৌর সভার ১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শিলাদিত্য এবং ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মানিক ঘোষাল সহ উক্ত ঐক্য পরিষদের পটুয়াখালী পৌর শাখা ও পটুয়াখালী পৌর সভার অন্যান্যওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।