
পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলার দুটি স্থানে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে। শনিবার (২০- জানুয়ারি) ২০২৪ ইং তারিখে উপজেলার ৬নং ভজনপুর ইউনিয়নে তিনশো ও তেঁতুলিয়ায় একশো শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্র বিতরণ করা হয়। ব্রাক ব্যাংকের সহযোগিতায় পঞ্চগড় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর কবির এই শীতবস্র বিতরণ করেন।
এ বিষয়ে মোঃ আলমগীর কবির বলেন, ভজনপুর ইউনিয়নে’র গনাগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল এগারোটার দিকে হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী, এলাকার বয়স্ক, প্রতিবন্ধী, শিশু সহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্র বিতরণ করা হয়েছে। এতে সর্বাত্মক সহযোগিতা করেছে ব্রাক ব্যাংক। এ সময় তিনি আরো বলেন, অনেক দিন ধরেই পঞ্চগড় জেলায় অসহনীয় ঠান্ডা অনুভূত হচ্ছে। হাজার হাজার শীতার্ত মানুষ মানবেতর জীবন যাপন করছে। আমরা সহ বিভিন্ন ভাবে এই শীতার্ত মানুষের মাঝে যে পরিমাণ শীতবস্র বিতরণ করা হয়েছে বা হচ্ছে তা চাহিদার তুলনায় অনেক কম। এমতাবস্থায় সরকার, বেসরকারি দাতা সংস্থা, দানশীল ব্যাক্তি বা প্রতিষ্ঠান সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এ সময় শীতবস্র হাতে পেয়ে খুশী হয়ে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কবির ও ব্রাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলেই। ব্রাক ব্যাংক ও মোঃ আলমগীর কবিরে’র ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।