সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ব্যাংকার মো. আবদুছ ছোবাহান, সহসভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র বিশ্বাস, সহসভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, সাবেক অতিরিক্ত সচিব শামসুল আরেফিন, আইন সম্পাদক ও জেলা জজ আবদুল আউয়াল, রাজউকের সাবেক চিফ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, ভোলা সমিতির সাবেক সভাপতি ও সমিতির সহ সভাপতি আবুল কাশেমসহ কার্যকরী পরিষদের ২৮ জন কর্মকর্তা ও নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।