
রাজধানীর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলামের ঘুষ কাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিরপুর বিভাগীয় উপকমিশনার মো.জসীম উদ্দিন মোল্লা। তিনি বলেন,বিষয়টি তদন্তে আমি ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমটি গঠন করে দিয়েছি। কমিটি বিষয়টি তদন্ত করবে, এরপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এরআগে গত শুক্রবার দেশের একটি গণমাধ্যমে ‘দুই লাখ টাকা দাও মাল কমিয়ে দেব’শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে এসআই আনোয়ারুল ইসলাম এবং চিহ্নিত মাদক কারবারী ফাতেমার বেগম ওরফে ফতের বোনের মধ্যকার ঘুষ লেনদেনের বিষয়টি তুলে ধরা হয়। দুই পক্ষের মধ্যে ৩ লাখ টাকা নিয়ে কথাবার্ত হলেও শেষে ২ লাখ টাকায় সমঝোতা হয় বলে জানা যায়।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। এরপর ঘুষকাণ্ডের গটনা তদন্তে গঠন করা হয় তদন্ত কমিটি। এদিকে সব মাদক কারবারীদের গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার মিরপুর ১১ নম্বরের কালশি মোড়ে একটি মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় জনগন। মানববন্ধন থেকে তারা পল্লবী এলাকার সব মাদককারবারীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়াও মাদক কারবারীদের সঙ্গে পুলিশের যোগসাজশের ঘটনায় তীব্র নিন্দা জানান স্থানীয়রা।
ডিআই/এসকে