
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় তালিকাভুক্ত শীর্ষ নারী মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মোসা. ফাতেমা বেগম ওরফে ফতুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোসা. ফাতেমা বেগম ওরফে ফতু ও মোছা. রেজিয়া বেগম।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান। তিনি বলেন, পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-৬, বাসা-১৫ বাউনিয়াবাধ এলাকা থেকে শীর্ষ মাদক কারবারি ফাতেমা বেগম অরফে ফতু সহ তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। ওসি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের
কাছে গোপন তথ্য আসে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-সি, লাইন-০৬, বাসা-১৫ বাউনিয়াবাধ, আবুল হোসেনের বাড়ির গেইটের সামনের গলি রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে সেই তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মাহমুদ হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) হরিদাস, সহকারী উপপরিদর্শক (এ এস আই) ফরিদ ও ফোর্স সহ দুইটি টিম ঘটনা স্থলে তদন্তর জন্য পাঠালে ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন মহিলা পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সে সময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশি করলে তাদের দুইজনের কাছ থেকে ৫শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ফাতেমা বেগম অরফে ফতুর বিরুদ্ধে আগেরও ১৬টি মামলা রয়েছে। তিনি জেলেও গেছেন একাধিকবার। প্রতিবারই জামিনে বের হয়ে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। উপপরিদর্শক (এস আই) মাহমুদ হাসানের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, পল্লবী থানার এলাকায় অগুনিত মাদক ব্যবসায়ী রয়েছে। এই মাদক ব্যবসায়ীদের নির্মুল করার জন্য ওসি স্যারের নির্দেশনায় আমরা সবাই মিলে মাদক বিরোধীদে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আগের তুলনায় এখন অনেক নিয়ন্ত্রণে এসেছে।
ডিআই/এসকে