
পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩৩) টানা ধর্ষনে অন্ত:সত্তা করার অভিযোগ উঠেছে সোহাগ হাওলাদার (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রাতে ওই নারী সোহাগ সহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ এবং এক সন্তানের জননী ওই নারীর বাড়ি বালিয়াতলী ইউপির পক্ষিয়াপাড়া গ্রামে। ২০১৯ সালে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকেই পূর্ব পরিচিত হওয়ায় বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো সোহাগ। পরে গত বছরের মাঝামাঝি সময়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ঢাকায় নিয়ে একাধিকবার ধর্ষনে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোহাগ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই নারী বিষয়টি সোহাগের পরিবারকে জানালে তার সন্তান নষ্ট করার পায়তারা চালায় তার পরিবার। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।