
ঢাকা জেলার ধামরাইয়ে চোরাইকৃত গরুসহ একজন লেগুনা চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার ( ২০ জানুয়ারি ) ভোররাতে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উনচন্ডি পাঠানপাড়া এলাকার মো.আব্দুল সালাম (৩৩)।
শনিবার ( ২০ জানুয়ারি ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাই ওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো. শামসুল আলম।
তিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি নামক স্থানে হাইওয়ে পুলিশ রাত্রীকালীন টহল ডিউটি করা কালে ঢাকাগামী লেনে একটি লেগুনা যাহার রেজিঃ নং-রংপুর-ন-১১-০৫৫৯ এর গতিবিধি সন্দেহ হয়। পরবর্তীতে উক্ত লেগুনাকে থামানোর সংকেত দিলে লেগুনার চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে লেগুনা রেখে পালানোর সময় তাকে আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে