ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

মু. রিয়াজুল ইসলাম লিটন, সিনিয়র রিপোর্টার 

দক্ষিণ আফ্রিকায় বসছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ২৪ দিন ধরে ৪১ ম্যাচের পর ফয়সালা হবে চ্যাম্পিয়নের।অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশের কাছে সেমিফাইনালে হেরেই যাত্রা শেষ হয়েছিল ভারতের। সেই বাংলাদেশের বিরুদ্ধেই বিশ্বকাপে যাত্রা শুরু করছে ভারত। দক্ষিণ আফ্রিকায় হচ্ছে এ বারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শ্রীলঙ্কায় বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভেনু বদল হয়। শ্রীলঙ্কা বোর্ডের দোলাচলের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই এখন আলাদা মাত্রা পায়। অনূর্ধ্ব ১৯ স্তরেই হোক বা সিনিয়র। ম্যাচে কিছু উত্তেজনার মুহূর্তও তৈরি হয়। গত বারের এশিয়া কাপের সেমিফাইনালে হার। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত । রুদ্ধশ্বাস সেই ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ শেষে দু-দলের ক্রিকেটাররা বিতর্কেও জড়িয়েছিলেন। সে সব অতীত হলেও দু-দলের ম্যাচ জমবে এটুকু বলা যায়।

মূলত দুই বছর পরপর হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে জেতা শিরোপাটা পরের আসরে ধরে রাখতে পারেননি লাল-সবুজেরা। গতবার ভারতের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় টাইগার যুবারা। এবার সেই ভারত দিয়েই আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আরও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন

ছবি- সংগৃহীত
যুব বিশ্বকাপের আগে ফটোসেশনে ১৬ দলের অধিনায়ক। ছবি – আইসিসি (সংগৃহীত)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪
তারিখ ১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
দল ১৬
ম্যাচ ৪১

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : বাংলাদেশের খেলা কবে, ফরম্যাট যেমন

১৬ দলের এই টুর্নামেন্টে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ হবে। এদিন পচেফস্ট্রুমে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আরেক ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

ফরম্যাট

ওয়ানডে ফরম্যাটে ১৬টি দল চার ভাগে খেলবে। গ্রুপ পর্বে প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে হবে ১২ দলের সুপার সিক্স পর্ব। সেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ

গ্রুপ ‘এ’ : বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড

গ্রুপ ‘সি’ : অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া

গ্রুপ ‘ডি’ : আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল

সুপার সিক্সে দুই গ্রুপের একটিতে ‘এ’ ও ‘ডি’ এবং অন্য গ্রুপে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো থাকবে। তবে সুপার সিক্সে একই গ্রুপে থাকা দলগুলো পরস্পরের সঙ্গে খেলবে না। তারা অন্য গ্রুপের দলগুলোর সঙ্গে খেলবে। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি দেখা যাবে সরাসরি, দুপুর ২টা, স্টার স্পোর্টস ১

 

শেয়ার করুনঃ