ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

রাজধানীতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মু. রিয়াজুল ইসলাম লিটন, সিনিয়র রিপোর্টার
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছে ৭৪ দেশের ২৫২ সিনেমা

এবার বাংলাদেশ চলচ্চিত্র উত্‍সবের অতিথি হিসেবে যোগ দিতে আসছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দেশজুড়ে শীতের দাপট। আর শীতকাল মানেই ঘুরতে যাওয়া, সন্ধ্যে হলেই গায়ে কম্বল জড়িয়ে সিনেমা দেখতে বসে পড়া, বা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, সবটাই যেন পরম সুখ।

আর শীতকালে মানুষের সিনেমা দেখার এই ক্রেজের কারণেই বিভিন্ন দেশ-বিদেশে চলচ্চিত্র উত্‍সবের আয়োজন করা হয়। যেখানে দেশ-বিদেশের একাধিক সিনেমা কম খরচে এবং বিনামূল্যে দেখানো হয়। সঙ্গে চলে জোরদার প্রতিযোগিতা।

গত ডিসেম্বরে হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। সেখানেও শেষের দিন উপস্থিত হয়েছিলেন শর্মিলা ঠাকুর। তাঁর এ অভিনীত আউটহাউস ছবিটি, এ বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছিল। বাংলা ও বলিউডের অত্যন্ত গুণী অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর। সেই রাজ কাপুরের সময়কাল থেকেই তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে রাজ করছেন, যার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র-সহ ভুরি ভুরি সম্মানজনক পুরস্কার।

এবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। শনিবার ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই উত্‍সবের। চলবে ৯ দিনব্যাপী। যেখানে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। জানা গেছে ,  জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা আকাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও ফরেন সার্ভিস একাডেমিতে বিনা মূল্যে দেশি ও বিদেশি সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শক। এছাড়াও জানা গেছে, এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ সিনেমা, স্পিরিচুয়াল ফিল্মস, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র, উইমেন্স ফিল্ম সেশন বিভাগ-সহ একাধিক সিনেমা প্রদর্শিত হবে প্রায় প্রতিদিনই

উৎসব পার্টনার হিসেবে আছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আঁলিয়স ফ্রঁসেজ ঢাকা, ঢাকা ক্লাব লিমিটেড, নরওয়েজিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হণ্ডসন্ড, রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চ্যানেল আই, একাত্তর টিভি ও সেন্স ফর ওয়েভ, ক্লাউডলাইভ।

সংবাদ সম্মেলন আরও জানানো হয়,উদ্বোধনীর দিন প্রদর্শিত হবে, অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’, এবং ‘মুজিব: একটি জাতির রূপকার’। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

২০২৪ সালের এই উৎসবে এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, অঞ্জন দত্তের চালচিত্র, অতনু ঘোষের শেষ পাতা, ইরানি নির্মাতা হাসান কিঘোবেদির দ্য জেন্টেলম্যান, তাজিকিস্তানের নির্মাতা মহিদ্দিন মুজাফফরের ফরচুনসহ এশিয়ার ১৫টি সিনেমা প্রদর্শিত হবে। শিশুদের বিভাগে থাকছে ১০টি সিনেমা।


উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে থাকছে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপারসন কিশওয়ার কামাল, গবেষক মফিদুল হক, নাট্যজন ম হামিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, নির্মাতা আকা রেজা গালিব, ফাখরুল আরেফিন খান, আরিফুর রহমান ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুসহ অনেকে।

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলমের সভাপতিত্বে আগামী শনিবার বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতি শর্মিলা ঠাকুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর. মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি। কোলাজ
চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর. মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ মাজিদি। কোলাজ

আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানটি উপভোগ করবেন কেবল আমন্ত্রিত অতিথিরা।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জি, অঞ্জন দত্তসহ বিভিন্ন দেশের নামকরা সব তারকা।

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সবার আকর্ষণ এবার ‘মাস্টার ক্লাস’-এ! কারণ মাস্টার ক্লাস নিতে যাচ্ছেন ইরানি সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ‘চিলড্রেন অব হেভেন’, ‘বারান’ ও ‘সং অব স্প্যারো’র মতো বিশ্বনন্দিত সিনেমার পরিচালক মাজিদ মাজিদি। এছাড়া মাস্টার ক্লাসের দু’টি ভিন্ন সেশনে কথা বলবেন চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান এবং ভারতের নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত। ২৭ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে মাস্টার ক্লাসটি।

মাস্টারক্লাসের সেশনগুলো পরিচালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। মাস্টারক্লাস শেষে পরিবেশিত হবে অঞ্জন দত্তের সংগীত। এই চারটি সেশনের জন্যই অগ্রিম নিবন্ধন করতে হবে। নিবন্ধন লিংক উৎসবের ফেসবুক পেইজে পাওয়া যাবে বলে জানিয়েছেন মুজতবা জামাল।

এছাড়া আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘ওয়াইড অ্যাঙ্গেল’ সেকশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান

মাজিদ মাজিদি, শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্ত

মাজিদ মাজিদি, শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্ত। ফাইল ছবি

প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে বলে আয়োজকরা জানান

বিদেশি অতিথি, চলচ্চিত্রের সংখ্যা ও মান নিরিখে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগের তুলনায় আরও ব্যাপক ও বর্ণাঢ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে নিয়মিত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৭ সালে।

শেয়ার করুনঃ